Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাসপাতাল ও ক্লিনিক

   কালাই উপজেলার  আওতাধীন (তিন)টি  উপ-স্বাস্থ্য কেন্দ্র -এর মাধ্যমেও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

উপ-স্বাস্থ্য কেন্দ্র সমূহ হল-

১।মাত্রাই উপ-স্বাস্থ্য কেন্দ্র,

২।পুনট উপ-স্বাস্থ্য কেন্দ্র ও

৩।মোলামগাড়ী উপ-স্বাস্থ্য কেন্দ্র।

 

       এ ছাড়া জনসাধারনের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে অত্র উপজেলার ওয়ার্ড পর্যায়ে মোট ১৭(সতের)টি কমিউনিটি ক্লিনিক (সিসি) স্থাপিত হয়েছে এবং সিএইচসিপি নিয়োগপ্রাপ্ত হয়েছে।

 

      ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি ক্লিনিক বা সিসি গুলির নাম নিম্নে উ্ল্লেখ করা হইলঃ-

 

মাত্রাই ইউনিয়নঃ-

১। বিয়ালা সিসি, ২।  ছত্রগ্রাম সিসি, ৩।  সমশিরা সিসি।

উদয়পুর ইউনিয়নঃ-

১। তেলিহার সিসি, ২।  বাসুরা সিসি, ৩।  ধুনট সিসি।

পুনট ইউনিয়নঃ-১।

শান্তিনগরসিসি, ২। পাঁচগ্রাম সিসি, ৩। দেওগ্রাম সিসি,  ৪।  শিকটা সিসি ।

আহম্মেদাবাদ ইউনিয়নঃ-

১। বোড়াই  সিসি,  ২।  হাতিয়র  সিসি,  ৩। আঁওড়া  সিসি,  ৪।  হারুন্জাসিসি।

জিন্দারপুর ইউনিয়নঃ-

১। বেগুনগ্রাম সিসি, ২। ইটাইল  সিসি, ৩। মহেশপুর  সিসি।