Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

উত্তরে ঘোড়াঘাট ও গোবিন্দগঞ্জ, জেলাঃ দিনাজপুর ও গাইবান্ধা। পূর্বে শিবগঞ্জ, জেলাঃ বগুড়া। দক্ষিণে শিবগঞ্জ ও ক্ষেতলাল, জেলাঃ বগুড়া ও জয়পুরহাট। পশ্চিম ক্ষেতলাল, জেলাঃ জয়পুরহাট।

উপজেলার নামকরণ

সর্বপ্রথম কানাই নামে এক বৈরাগী বাস করিতেন তার নাম অনুসারে কালাই নাম হয়।

উপজেলার বর্তমান ইতিহাস

পূর্বে কালাই থানা , ক্ষেতলাল থানার সহিত অন্তর্ভূক্ত ছিল। ১৯৮৩ সালের ২ জুলাই একটি পৃথক থানা হিসাবে পরিচিতি লাভ করে। মাত্রাই, কালাই (বর্তমানে আহম্মেদাবাদ), উদয়পুর, জিন্দারপুর এবং পুনট এই পাঁচটি ইউনিয়ন নিয়ে কালাই থানা গঠিত হয়। আয়তন - ১৬৬.৩ বর্গকিমি

এই উপজেলার বর্তমান জনসংখ্যা ১,২৯,৩২৯ জন; তার মধ্যে পুরুষ ৬৫,৪৩১ জন এবং মহিলা ৬৩,৮৯৮ জন। মুসলিম রয়েছেন ১,২৩,৪৯০ জন, হিন্দু রয়েছে ৫,৫৪৮ জন, বৌদ্ধ ৪১ এবং অন্যান্য ২৫০ জন। তাছাড়া সাঁওতাল, বুনো প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে এ উপজেলায়।

এই উপজেলার প্রধান রপ্তানি দ্রব্য আলু, ধান, সরিষা

এই উপজেলার অর্থনীতি মূলত কৃষিভিত্তিক অর্থনীতি।